*অগ্নি প্রতিরোধঃ
১ম ধাপঃ ০৭৯১-৬২২২২ নাম্বারে কর্তব্যরত সেন্ট্রি কর্তৃক অগ্নি সংবাদ গ্রহণ।
২য় ধাপঃ সেন্ট্রি কর্তৃক অগ্নি স্থানের নাম, ঠিকানা, মোবাইল নং ও লোকেশান গ্রহণ।
৩য় ধাপঃ ফায়ার বেল ইলেকট্রিক এ্যালারাম ম্যানুয়েল ঘন্টা বাজাইয়া কর্তব্যরত অগ্নিবাহীনিকে জামায়েত করুন।
৪র্থ ধাপঃ সংঘঠিত আগ্নিকান্ড স্থানে গাড়ি/পাম্প ও জনবল প্রেরণ।
৫ম ধাপঃ অগ্নিকান্ড স্থানে পৌছানোর পর অগ্নি নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
৬ষ্ট ধাপঃ অগ্নিনির্বাপনের শেষে ক্ষয়-ক্ষতির বিবরণি ও অগ্নিকান্ডের কারণ উদঘাটন।
৭ম ধাপঃ গাড়ি/পাম্প ও জনবল সহ স্টেশনে প্রত্যবর্তন ও ঘঠনা বলী লিপিবদ্ধ করন।
৮ম ধাপঃ স্টেশনে প্রত্যবর্তনের পর ক্ষয়-ক্ষতির বিবরণী বিভাগীয় কন্ট্রোল রুমে অবগত করানো।
৯ম ধাপঃ যদি অগ্নিকান্ডটির বীমা করা থাকে তাহলে তদন্ত পরিদর্শন পূর্বক বিবরণী প্রস্তুত পূর্বক ক্ষতিগ্রস্থ মালিককে হস্তান্তর ও বীমার টাকা পাওয়ার সুবিধার্থে সনদ প্রদান।
*উদ্ধার
১ম ধাপঃ ০৭৯১-৬২২২২ নাম্বারে কর্তব্যরত সেন্ট্রি কর্তৃক উদ্ধারের সংবাদ গ্রহণ।
২য় ধাপঃ সেন্ট্রি কর্তৃক দূঘটনা স্থলের নাম, ঠিকানা, মোবাইল নং ও লোকেশান গ্রহণ।
৩য় ধাপঃ ফায়ার বেল ইলেকট্রিক এ্যালারাম ম্যানুয়েল ঘন্টা বাজাইয়া কর্তব্যরত উদ্ধারবাহীনিকে জামায়েত করুন।
৪র্থ ধাপঃ সংঘঠিত দূঘটনা স্থলে উদ্ধারবাহীনি প্রেরণ।
৫ম ধাপঃ দুঘটনা স্থালে পৌছানোর পর আহত ব্যক্তিকে গাড়ি যোগে হাসপাতালে পৌছে দেওয়া।
*পরামর্শ সেবা
১ম ধাপঃ প্রাথী কর্তৃক আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করা।
২য় ধাপঃ স্বেচ্ছায় স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করা।
৩য় ধাপঃ প্রশিক্ষণের সময় ও স্থান নির্ধারণ।
৪র্থ ধাপঃ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক প্রেরণ।
৫ম ধাপঃ নির্ধারিত সময়ানুযায়ী বিশেষ প্রশিক্ষন কোর্স সমাপ্ত করা হয়।
৬ষ্ট ধাপঃ পরীক্ষা গ্রহণ।
৭ম ধাপঃ পরীক্ষার খাতা মূল্যায়ন।
৮ম ধাপঃ মেধাভিত্তিক সঠিক ফলাফল প্রকাশ।
৯ম ধাপঃ মাননীয় জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক সনদ প্রদান।
এ্যাম্বুলেন্স সেবাঃ
আন্তঃজেলায় এ্যাম্বুলেন্স সার্ভিস সরকারি নির্ধারিত ফি অনুযায়ী প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস