Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার ২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপসহকারী পরিচালকের কার্যালয়

ফায়ার সার্ভিস ও সিলিভ ডিফেন্স

মেহেরপুর।


১. ভিশন (Vision) ও মিশন (Mission):


ভিশন (Vision): ‘‘অগ্নিকাণ্ডসহ সকল দুর্যোগ মোকাবিলা ও নাগরিক সুরক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সক্ষমতা অর্জন।’’


মিশন (Mission): ‘‘দুর্যোগ দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা।’’


২. সেবা প্রদান প্রতিশ্রুতি


২.১ প্রতিশ্রুত সেবাসমুহ

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন

ও ইমেইল)

১.

অগ্নি নির্বাপণ, উদ্ধার,
প্রাথমিক চিকিৎসা ।

যেকোন মাধ্যমে সংবাদ প্রাপ্তির পর অকুস্থলে গমন ও অগ্নি নির্বাপণ/

উদ্ধার/ অগ্নি নির্বাপণ, উদ্ধার,
প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা প্রদান ও হাসপাতালে প্রেরণ


বিনামূল্যে

সংবাদ প্রাপ্তি থেকে কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত

(১)মো: শামীম রেজা

স্টেশন অফিসার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মেহেরপুর ।

ফোন: ০২৪৭৭৭৯২৭৭৭

মোবাইল: ০১৯৪১-৭৭০৫৩৫

 ইমেইল-meher.mpr.@fireservice.gov.bd

(২) মো: রুবেল রানা

ওয়ারহাইজ ইন্সপেক্টর

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন বামন্দী ।

ফোন: ০১৯০১-০২২৮৯৪

মোবাইল: ০১৭২৩-২১৯৮৯১

ইমেইল-brramn.mpr.@fireservice.gov.bd

(৩) মো: আলতাফ হোসেন

সাব অফিসার (ভারপ্রাপ্ত স্টেশন অফিসার)

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মুজিবনগর।

ফোন: ০১৯০১-০২২৮৯৬

মোবাইল: ০১৭৮৪-৪৮২৫১১

ইমেইল-mujib.mpr.@fireservice.gov.bd



 


২.

অ্যাম্বুলেন্স সার্ভিস

টেলিফোন বা অন্য কোন মাধ্যমে অনুরোধের প্রেক্ষিতে স্থানীয় ও আমত্ন: জেলা পর্যায়ে নির্ধারিত ভারার ভিত্তিতে অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করা হয় । রোগির বাসা বা দূর্ঘটনাস্থল হতে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রদান করা হয় ।

আন্ত:জেলা পর্যায়ে অ্যাম্বুলেন্স সার্ভিস এর জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হয় । ফায়ার স্টেশনে পাওয়া যায় ।

নন এসি অ্যাম্বুলেন্স এর ক্ষেত্রেঃ

ক) দেশের সকল এলাকায় ৮কি:মি: পর্যন্ত প্রতি কল ৩০০ টাকা ।

খ) ৮ কি:মি: হতে ১৬ কি:মি: পর্যন্ত প্রতি কল ৫০০ টাকা ;

গ) দূরবর্তী কল ১৬ কি.মি. উর্ধে প্রতি কি.মি ১৫ টাকা হারে

ঘ) অ্যাম্বুলেন্স গাড়ি দ্বারা রোগী পরিবহন কালে অবস্থান অপরিহার্য হলে প্রতি ঘণ্টা ওয়েটিং ফি ৫০ টাকা হারে ।

ঙ) প্রতি অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ ৬০০ টাকা;
এসি অ্যাম্বুলেন্স এর ক্ষেত্রেঃ

ক) দেশের সকল এলাকায় ৮কি:মি: পর্যন্ত প্রতি কল ৫০০ টাকা ।

খ) ৮ কি:মি: হতে ১৬ কি:মি: পর্যন্ত প্রতি কল ১০০০ টাকা ;

গ) দূরবর্তী কল ১৬ কি.মি. উর্ধে প্রতি কি.মি ২০ টাকা হারে

ঘ) অ্যাম্বুলেন্স গাড়ি দ্বারা রোগী পরিবহন কালে অবস্থান অপরিহার্য হলে প্রতি ঘণ্টা ওয়েটিং ফি ৫০ টাকা হারে ।

ঙ) প্রতি অক্সিজেন সিলিণ্ডার সরবরাহ ৬০০ টাকা;



(১)মো: শামীম রেজা

স্টেশন অফিসার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মেহেরপুর ।

ফোন: ০২৪৭৭৭৯২৭৭৭

মোবাইল: ০১৯৪১-৭৭০৫৩৫

 ইমেইল-meher.mpr.@fireservice.gov.bd


 ২.২

প্রাতিষ্টানিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন

ও ইমেইল)

০৩

আবাসিক/বানিজ্যিক বহুতল ভবনের ছাড়পত্র

আবেদনকারী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত/অনলাইন আবেদনের প্রেক্ষিতে সমেত্মাষজনক পরিদশন প্রতিবেদন ও সঠিক তথ্য প্রমানের ভিত্তিতে শর্তস্বাপেক্ষে ছাড়পত্র প্রদান করা হয়

কাগজপত্রঃ

১. আবেদন পত্র (নির্ধারিত ফরমে)

২. নকশা (লিজেন্ড চার্টসহ লোকেশন প্লান, সাইট প্লান, ফ্লোর প্লান, ফায়ার সেফটি প্লান)

৩. জমির দলিল

৪. পুরণকৃত তথ্য ফরম

৬. গুগল ম্যাপ

প্রযোজ্য নয়

সর্বোচ্চ ৩০ দিন

সাকরিয়া হায়দার

উপসহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মেহেরপুর ।

ফোনঃ ০২৪৭৯৯২১১০০

মোবাঃ ০১৭১০-৯৩৮১৭১

ই-মেইল :dadmpr@fireservice.gov.bd

(পরামর্শ ও সহযোগীতার জন্য স্থানীয় কর্মকর্তা)

০৪

ফায়ার রিপোর্ট (২০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতির ক্ষেত্রে)

ক্ষতিগ্রস্থ ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক আবেদন করার পর তদমত্ম কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ফায়ার রিপোর্ট প্রদান করা হয়

১. আবেদন পত্র (সাদা কাগজ)

২. জিডির কপি

৩.ক্ষতিগ্রস্থ মালামালের মূল্যসহ তালিকা

৪. ক্ষতিগ্রস্থ মালামালের স্থির চিত্র

৫. পেপার কাটিং (যদি থাকে)

৬. চালানের মূল কপি।

বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যে কোন শাখায় ট্রেজারী চালানের মাধ্যমে

বীমা বিহীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১৫০ টাকা এবং বীমাকৃত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১৫০০ টাকা কোড নং ১-৭৩৬১-০০০০-২০০৯ তে জমা প্রদান করতে হবে।

তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ১৫ দিনের মধ্যে

সাকরিয়া হায়দার

উপসহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মেহেরপুর ।

ফোনঃ ০২৪৭৯৯২১১০০

মোবাঃ ০১৭১০-৯৩৮১৭১

ই-মেইল :dadmpr@fireservice.gov.bd


০৫

স্বেচছাসেবক প্রশিক্ষণ

বিজ্ঞপ্তির প্রেক্ষিতে শিক্ষার্থী অথবা সাধারণ নাগরিক (১৮-৪৫ বছর) এর আবেদনের ভিত্তিতে প্রশিক্ষণ প্রদান করা হয়।

নিকটবর্তী ফায়ার ষ্টেশনে নিবন্ধন করতে হবে

বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী

সাকরিয়া হায়দার

উপসহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মেহেরপুর ।

ফোনঃ ০২৪৭৯৯২১১০০

মোবাঃ ০১৭১০-৯৩৮১৭১

ই-মেইল :dadmpr@fireservice.gov.bd


০৬

অগ্নি প্রতিরোধ ও নির্বাপন, উদ্ধার এবং প্রথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন পরামর্শ, সার্ভে ও মহড়া

ক) সরকারী প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রাপ্তির পর নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্ধারিত কমিটি/সংশিস্নষ্ট ফায়ার ষ্টেশন কর্তৃক।

খ) বেসরকারী প্রতিষ্ঠান কর্তৃক আবেদন প্রাপ্তির পর নির্দিষ্ট তারিখ ও সময়ে নির্ধারিত প্রশিক্ষক প্যানেল কর্তৃক

কাগজপত্রঃ

  • আবেদন পত্র
  • পে-অর্ডার/ব্যাংক ড্রাফট


প্রাপ্তি স্থানঃ 

  • বেসামরিক প্রশিক্ষণ সেল
  • অনলাইন (www.fscd. gov.bd)

প্রশিক্ষণঃ

১৫০০০/- (পনের হাজার) টাকা,

মহড়াঃ

৬তলা ভবনে=৬০০০/-

৬তলার উর্ধ্বে=১০০০০/-

পরামর্শঃ

প্রতি ভবন=৫০০০/-

(ফি এর টাকা ‘‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বেসামরিক প্রশিক্ষণ তহবিল’’ অগ্রণী ব্যাংক আগামাসি লেন শাখা এর অনুকুলে পরিশোধ স্বাপেক্ষে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মুল কপিটি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

প্রশিক্ষণ, পরামর্শ ও সার্ভের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যাতায়াতের ব্যবস্থা করবেন।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী

সাকরিয়া হায়দার

উপসহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মেহেরপুর ।

ফোনঃ ০২৪৭৯৯২১১০০

মোবাঃ ০১৭১০-৯৩৮১৭১

ই-মেইল :dadmpr@fireservice.gov.bd


০৭

ওয়্যারহাউজ/ওয়ার্কসপ লাইসেন্স প্রদান

আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র পরিদর্শন প্রতিবেদন সন্তোষজনক হওয়ার শর্তসাপেক্ষে

কাগজপত্রঃ

  • আবেদন পত্র
  • তথ্য ফরম
  • নকশা(ফ্লোর প্লান)
  • জমির দলিল/চুক্তিপত্র
  • জমির মুল্যায়ন
  • ট্রেড লাইসেন্স
  • মেমোরেন্ডাম অব আর্টিকেলস


প্রাপ্তি স্থানঃ

উপসহকারী পরিচালকের দপ্তর, মেহেরপুর।

৫০০/- পর্যন্ত ধার্যকৃত ফিস ট্রেজারী চালানের মাধ্যমে ১-৭৩৬১-০০০০-২০০৯ কোডে জমা প্রদান করে মূলকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

৩০ দিন

সাকরিয়া হায়দার

উপসহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মেহেরপুর ।

ফোনঃ ০২৪৭৯৯২১১০০

মোবাঃ ০১৭১০-৯৩৮১৭১

ই-মেইল :dadmpr@fireservice.gov.bd


০৮

মৌলিক সাধারণ প্রশিক্ষণ

আওতাধীন সকল ফায়ার ষ্টেশন কর্তৃক নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রদান করা হয়

প্রযোজ্য নয়

বিনামূল্যে

-

সাকরিয়া হায়দার

উপসহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মেহেরপুর ।

ফোনঃ ০২৪৭৯৯২১১০০

মোবাঃ ০১৭১০-৯৩৮১৭১

ই-মেইল :dadmpr@fireservice.gov.bd



৩) আওতাধীন স্টেশন সমূহঃ

৩.১  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার স্টেশন ,মেহেরপুর ।

৩.২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার স্টেশন,মুজিবনগর ,মেহেরপুর ।

৩.৩ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার স্টেশন,বামন্দী ,মেহেরপুর ।


৪) আপনার কাছে আমাদের প্রত্যাশাঃ

১। নির্ধারিত ফরমে সম্পূর্ণ ভাবে পূরণকেৃত আবেদন জমা প্রদান;

২। সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা;

৩। সাক্ষাতের জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা;

৪। প্রযোজ্য ক্ষেত্রে অগ্নি-নির্বাপনী ব্যবস্থা নিশ্চিত করা;

৫। আবেদনপত্রের সাথে সকল প্রকার সংযুক্ত সঠিক ভাবে প্রদান;

৬। সকল প্রকার দূর্ঘটনা/সাহায্য প্রাপ্তির ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যদের কর্মকান্ডে সার্বিক সহযোগিতা প্রদান।

৫)     অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (Grievance redress system) (GRS) : 

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

ক্রঃ নং কখন যোগাযোগ করবেন কার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নিষ্পত্তির সময়সীমা 
১. দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে;

অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা


সাকরিয়া হায়দার

উপসহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মেহেরপুর ।

ফোনঃ ০২৪৭৯৯২১১০০

মোবাঃ ০১৭১০-৯৩৮১৭১

ই-মেইল :dadmpr@fireservice.gov.bd






৩০ কার্যদিবস

(সাধারণ)

৪০ কার্যদিবস

(তদন্তের উদ্যোগ গৃহীত হলে)

২. অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে না পারলে;

আপিল কর্মকর্তা


মোঃ জানে আলম

সহকারী পরিচালক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ,কুষ্টিয়া ।

ফোন : ০২৪৭৭৭-৮৩১৬১

মোবাইল : ০১৯০১-০২০১৩৬

adkst@fireservice.gov.bd


 

২০ কার্যদিবস
৩. আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে;

মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল

অভিযোগ গ্রহণ কেন্দ্র, ৫ নং গেইট, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

ওয়েব: www.grs.gov.bd

 

৬০