ভবিষ্যৎ পরিকল্পনা:
(১) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন নির্মাণসহ মেহেরপুর জেলায় নূন্যতম 40 জন ভলান্টিয়ার প্রশিক্ষণ প্রদান ও তালিকাভূক্তকরণ করা।
২০২১-২০২২ অর্থবছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহঃ-
- অগ্নিকান্ডসহ যে কোন দুর্ঘটনায় ১০০ ভাগ সাড়া প্রদান করা হবে;
- তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য দুর্ঘটনা প্রবণ ১ পয়েন্টে টহল কার্যক্রম পরিচালনা করা হবে;
- ৪৬টি অগ্নি নির্বাপণ, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার মহড়া পরিচালনা করা হবে;
- অগ্নিনিরাপত্তা নিশ্চিতকল্পে ৮৭ টি বিভিন্ন শিল্পসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে;
- অগ্নি নির্বাপণী মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে ২৪২ জনকে প্রশিক্ষিত করা হবে;
- জনসচেতনতা বৃদ্ধিকল্পে ৪২ টি টপোগ্রাফি ও গণসংযোগ পরিচালনা করা হবে;
- সক্ষমতা বৃদ্ধিকরণে ৮ জন জনবলকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে;
- ফায়ার রিপোর্ট ও লাইসেন্স বাবদ ৩ লক্ষ টাকা রাজস্ব আদায় করা হবে;
- নির্মাণাধীন ১টি ফায়ার স্টেশন পরিদর্শন করা হবে।